ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণ নয়, আত্মগোপন

অপহরণ নয়, আত্মগোপন

নিখোঁজের একমাস পর উদ্ধার হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাপুর শাখার ক্যাশ সহকারি লাভলু মিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান। গত রোববার তাকে গাজীপুর জেলার চন্দ্রা রেললাইন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। তবে অপরহণ নয় লাভলু মিয়া এতোদিন স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলেও জানান তিনি।

গত ২ আগস্ট দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক শাখা থেকে নিখোঁজ হন ব্যাংকটির ক্যাশ সহকারি লাভলু মিয়া। এ ঘটনায় লাভলু মিয়ার স্ত্রী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি তিনি ব্যাংকের ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ছিলেন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ পরিদর্শক শাহজাহান মিয়া বলেন, লাভলু মিয়াকে উদ্ধারের পর আমরা মামলার নথিসহ দুদকের কাছে আবেদন করেছি।

পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক রবিন দত্ত বলেন, লাভলু মিয়াকে উদ্ধারের কথা জেনেছি। প্রতিষ্ঠানের টাকা গড়মিলের হিসাব তিনি দিবেন এবং বিধি মোতাবেক দুদক তার বিরদ্ধে আইনি কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন