ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমা কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে

বার্ষিক প্রিমিয়ামের আয় বৃদ্ধি পেয়েছে বেসরকারি বিমা কোম্পানিগুলোর। কোম্পানিগুলোর বছরে আয় ৭ হাজার ৪৪০ মিলিয়ন টাকা। গত বছরে লাইফ ও নন-লাইফ কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয় হয়েছিল ৮৪ হাজার ৭৫৮ মিলিয়ন টাকা। যা ২০১৭ সালে ৭৭ হাজার ৩১৮ মিলিয়ন টাকা ছিল।

বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩২তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

২০১৮ সালে বেসরকারি জীবন বিমা খাতের লাইফ ফান্ড বেড়ে ৩০১ হাজার ৪৩৪ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে যা ২০১৭ সালে ২৮১ হাজার ৭০৬ মিলিয়ন টাকা ছিল। এছাড়াও বেড়েছে বিনিয়োগ ও মোট সম্পদের পরিমাণ।

নন-লাইফ বিমা খাতে ২০১৭ সালে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২৬ হাজার ৬৯৪ মিলিয়ন টাকা। আর ২০১৮ সালে তা বৃদ্ধি পেয়ে ৩০ হাজার ৩৪৭ মিলিয়ন টাকায় দাঁড়ায়। এই আয় বৃদ্ধির পরিমাণ শতকরা প্রায় ১৩ দশমিক ৬৮ শতাংশ। নন-লাইফ বিমা কোম্পানির ক্ষেত্রেও বেড়েছে সম্পদের পরিমাণ।

এছাড়া সভায় ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, অডিট রিপোর্টের ওপর পর্যালোচনা ও অনুমোদন এবং ২০১৯ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নির্ধারণ করা হয়।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন