সিডনির হাষ্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ থেকে আসা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও সঙ্গীতজ্ঞ অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর সম্মানে “ছুঁয়ে যাও অনিন্দ্য সুন্দর” সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ অগাস্ট রোববারের এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলো সপ্তক হোমস। নাসিমা আক্তার ও লরেন্স ব্যারেলের সাবলিল উপস্থাপনায় এবং সিডনির জনপ্রিয় শিল্পী অমিয়া মতিনের পরিচালনায় অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দন্ত বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরী গান ও আলাপচারিতায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান এবং সামাজিক কর্মকাণ্ড বিশেষতঃ ধুমপান ও মাদক বিরোধী সহ তার দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করেন। বিশেষ করে বর্তমান প্রজন্মের তরুন সমাজকে নৈতিক আচরণে সঠিকভাবে অনুপ্রাণিত করার বিষয়ে পিতামাতা ও সমাজের ভুমিকা সম্পর্কে আলোকপাত করেন। এবং এ ব্যপারে সচেতনতা বাড়াবার জন্য সহায়তা করার আহবান জানান।
সঙ্গীত সন্ধ্যায় অরূপ রতন চৌধুরী সঙ্গীত শিল্পী অমিয়া মতিনের সাথেও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে ডাঃ অরূপ রতন চৌধুরী ও অন্যান্য শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেয়া হয়। মূল অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনে ছিলেন একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আব্দুল মতিন, লরেন্স ব্যারেল, রথিন্দ্র নাথ ঢালি, সপ্তক, এলেন জোসেফ গোমেজ ও অভিজিৎ বড়ুয়া।
আনন্দবাজার/শহক