বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে এর পরিমাণ ৮০০ কোটি টাকার উপরে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
গতকাল রবিবার রাজধানী ঢাকার আগারগাঁওস্থ বিডা কনফারেন্স রুমে আয়োজিত এক মিডিয়া ব্রিফি য়ে এ কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত ২৩ আগস্ট ২০২২, ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-সিআইআই ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -বিআইসিসিআই’র আয়োজনে “ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক কনফারেন্সে এ বিনিয়োগের প্রস্তাব আসে। বিজনেস টু বিজনেস-বি২বি এই কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীগণ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে ভারতীয় কোম্পানি ৯টি ইক্সপ্রেশন অব ইনটারেস্ট-ইওআই স্বাক্ষর করে। তাতে ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকার উপরে। তারমধ্যে বাংলাদেশের নিটল নীলয় গ্রুপের সাথে টিভিএস, থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষরিত হয়।
এছাড়া ভারতীয় বিনিয়োগকারীগণ টাটা ডিজেল জেনারেটর, মাস্টার্ড ওয়েল জয়েন ভেঞ্চার ইন বাংলাদেশ, মার্বেল এন্ড গ্রানাইট এন্ড কাটিং এন্ড পলিশিং জয়েন ভেঞ্চার এন বাংলাদেশ, , জুয়েলারী ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড এন্ড হ্যান্ড মেইড , ট্যুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টার প্রাইজের সাথে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।
মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফর করবেন তখন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-সিআইআই’র সাথে তাঁর মিটিং রয়েছে। আশা করা যায় তাতে ভারতীয় বেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে।
জয়পুরে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ও কিনোট-স্পিকার হিসাবে মোঃ মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন। তিনি বিভিন্ন সেক্টরে ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ প্রদান।
বিডার মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী, বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।
উপস্থিত ছিলেন আইবিসিসিআই’র সহ-সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবুল কালম আজাদ, কর্পোরেট মেম্বার এম এ আজিজসহ বিডার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আনন্দবাজার/শহক