ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খরায় চৌচির ফসলের মাঠ

খরায় চৌচির ফসলের মাঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। অসহ্য রোদ আর ভ্যাপসা গরমে দিশেহারা অবস্থা সাধারণ ও কর্মজীবী মানুষের। এ মাসগুলোতে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। এ বৃষ্টিকে কাজে লাগিয়ে কৃষকরা রোপা-আমন চাষে ব্যস্ত সময় পার করেন। বর্তমানে বৃষ্টি না থাকায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে।

তেমন বৃষ্টি না থাকায় তীব্র খরা ও অনাবৃষ্টির ফলে হুমকির মুখে ফসলের চাষাবাদ। বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখছেন কৃষক। এতে ধানের ফলন নিয়ে চিন্তিত স্থানীয় কৃষকরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে ১৯ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা-আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আমনের চারা রোপণের পর জমি এখন পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও জমিতে রোপণ করা ধানের চারা রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় শত শত একর জমি শুঁকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ দিতেও হিমশিম খাচ্ছেন কৃষকেরা। তবে পরিবেশ অনুকূলে থাকলে আমন ধানের ভালো ফলন পাবেন বলে আশা করছেন চাষিরা।

সংবাদটি শেয়ার করুন