গত সপ্তাহজুড়ে পতনের মধ্যে দিয়ে গেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। কিন্তু শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে মহাদাপট দেখিয়েছে পচা বা জেড গ্রুপের কোম্পানিগুলো।
ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে আটটিই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। আর ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে মাত্র একটি। আর বি গ্রুপের প্রতিষ্ঠান আছে একটি।
সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা কনডেন্সড মিল্ক। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।
আরও পড়ুন: খুন হওয়া মুরগির ময়নাতদন্ত চায় মালিক
মূল্যে বড় ধরনের উত্থান হওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মাত্র ৩০ লাখ ৫২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ লাখ ৬৩ হাজার টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩৬ দশমিক ৪৬ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৯ টাকা ৬০ পয়সা।
দাম বাড়ার তালিকায় এর পরে রয়েছে ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন ডাইং। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২৩ দশমিক ১৭ শতাংশ।
সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ তালিকায় পঞ্চম স্থান দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান ইমাম বাটন। কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ। এর পরে রয়েছে জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়াল্ডিং। এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ দশমিক ২২ শতাংশ।
আনন্দবাজার/ইউএসএস