ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা

শুক্রবার জমে উঠেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আবাসন মেলা। সরকারি ছুটি হওয়ায় এদিন ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। রিহ্যাবের পাঁচ দিনব্যাপী এই আবাসন মেলাটি শেষ হবে শনিবার।

মেলায় ফ্ল্যাট বা প্লট বুকিং দিলে থাকছে বিশেষ সব অফার। গ্রাহকরা বিল্ডিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে পাচ্ছেন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের সেবাও। একারণে সকাল থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমেছে ৪২%

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, সবারই স্বপ্ন থাকে রাজধানী ঢাকাতে ফ্ল্যাট বা প্লটের। আমরা প্রতিবছর সব শ্রেণির ক্রেতার স্বপ্ন পূরণে মেলার আয়োজন করি। এবারও প্রতিটি কোম্পানি আধুনিক, মানসম্মত সেবা নিয়ে হাজির হয়েছে। ক্রেতার সাধ্যের মধ্যেই মিলছে সেবা।

এবারের মেলায় অংশ নিয়েছে ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়াল ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসহ ২৩০টি প্রতিষ্ঠান। মেলা চলে প্রতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা। একবার টিকিট কেটে একজন দর্শনার্থী পাঁচবার মেলায় প্রবেশ করতে পারবেন।

এছাড়া মেলায় এন্ট্রি টিকিটের র‍্যাফেল ড্র-তে থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার একটি প্রাইভেটকার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল এবং তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে ৪৩ ইঞ্চি এলিডি টেলিভিশণ, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, একাধিক মোবাইল ফোন, মাইক্রো ওভেন, এয়ার কুলার ইত্যাদি। বিজয়ীদের নাম রিহ্যাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন