সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহে আগামীতে সারাদেশে ডিজিটাল অ্যাপসের ব্যবহার চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল কেনার পরিমাণ আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নওগাঁয় আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এবার আমন মৌসুমে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১৬টি উপজেলায় ডিজিটাল অ্যাপের ব্যবহার শুরু করা হয়। এই অ্যাপ এর নাম ‘কৃষকের অ্যাপ’। একজন কৃষক সরকারের কাছে ধান বিক্রির জন্য এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমেই তিনি তার সব তথ্য জানতে পারবেন।
খাদ্যমন্ত্রী জানান, একজন কৃষক নির্বাচিত হয়েছেন কিনা, তিনি কি পরিমাণ ধান দিতে পারবেন এসব তথ্যই এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক ঘরে বসেই জানতে পারবেন। এই পাইলট স্কিম সফল হওয়ায় এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
আনন্দবাজার/ইউএসএস