ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুন হওয়া মুরগির ময়নাতদন্ত চায় মালিক

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে মুরগি খুনের অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন এক দম্পতি। এমনকি মুরগির ময়নাতদন্তও দাবি করেছেন এই মালিক দম্পতি।

নাছোড়বান্দা ওই দম্পতির চাপাচাপিতে অভিযোগ শুনতে হয় পুলিশ কর্মকর্তার। পরে পুলিশ এক পর্যায়ে ময়নাতদন্তের আশ্বাস দেন।
জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম এবং মুনসুরা বেগম দম্পতির এই কাণ্ড এখন পুরো রাজ্যের আলোচনার কেন্দ্রে।

আমিনুল এবং মুনসুরার কয়েকটি পালা মুরগি রয়েছে। এসব মুরগি মালিক এবং তাঁর প্রতিবেশীর জমি সীমানা বোঝে না। তাই তো মাঝেমধ্যেই প্রতিবেশী ইমাজ্জিন আলীর মরিচ ক্ষেতে চলে যায় ওই ১০টি মুরগি। এটিকে
ভাল চোখে দেখতেন না ইমাজ্জিন।

অভিযোগ, গত ২৩ ডিসেম্বর খেতে ঢুকে পড়া মুরগির জন্য বিষ মেশানো মুড়ি, ভাত ছড়িয়ে রেখেছিলেন ইমাজ্জিন। ওই বিষ মাখানো খাবার খায় ১০টি মুরগি।

মালিকের দাবি, খাবার খাওয়ার পর আটটি মুরগিই সাথে সাথে মারা গিয়েছে। কীভাবে মুরগিগুলো মারা গেল, তা বুঝতে অসুবিধা হয়নি এই দম্পতির। মুনসুরা তার প্রতিবেশীর বাড়িতে বিষয়টি নিয়ে যান। ঝগড়াঝাটির মাঝে ইমাজ্জিন তার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন।

পরে মরা মুরগি নিয়ে একেবারে জলপাইগুড়ি আদালতেই যান আমিনুল এবং মুনসুরা। আদালত থেকে দু’জনকে কোতোয়ালী থানায় পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন