ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আখের রস বিক্রির ধুম

আখের রস বিক্রির ধুম

কুড়িগ্রামের উলিপুরে চলছে অনাবৃষ্টি প্রখর তাপ। এতই রৌদ্র তাপদাহ সাধারণ মানবের দেহের ভিতর শুকিয়ে পানি শুন্যতার রুপ নিচ্ছে। এ রোদে তাপদাহ থেকে বাঁচতে একটু তৃষ্ণা নিবারণের আশায় এক গ্লাস আখের রস খেতে ভিড় জমাচ্ছে আখের রসের দোকানে।

সরেজমিন উপজেলার উলিপুর মধ্যবাজার, দূর্গাপুর বাজার, আনন্দবাজার, মিনাবাজার পাঁচপীর বাজারসহ বেশ কয়েকটি বাজারে দেখা যায় সাধারণ কর্মজীবী মানুষ এবং পথচারি ও ছোট ছোট ছেলে মেয়েরা তাপদাহের ফলে দেহের তৃষ্ণা মেটাতে এক গ্লাস আখের রস খেতে দোকানের চারিদিকে ভীড় জমিয়েছে। এ যেন আখের রস বিক্রির ধুম পড়েছে। আখের রস বিক্রেতার এতই ব্যাস্ততা যেন কাহারো সাথে কথা বলার সময় নেই। আখের রস খেয়ে তৃপ্তি পাওয়া জামাল, জাইদুল, সাজেদুল, আরমান সহ আরও অনেকে বলেন, এখন কোন বৃষ্টি নেই চারিদিকে পানির জন্য হাঁহাঁকার শুধু প্রখর রৌদ্র। আর এই প্রখর রৌদ্রের তাপ দাহে কাজে মন বসেনা। তাই একটু স্বস্তি পেতে এক গ্লাস করে আখের রস ১০ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে খেয়ে একটু স্বস্তি পেলাম।

উপজেলার পাঁচপীর বাজারের জামাল (৬৫) বলেন, আমি সারাদিন জমিতে কাজ করি। এখন রৌদ্রের যা তাপ। আমি সহ্য করতে না পেরে বাজারে আখের রস দেখেই ১০ টাকা দিয়ে এক গ্লাস আখের রস খেয়ে কিছুটা স্বস্তি পেলাম। তিনি আরও বলেন আখের রস এই গরমে অনেক উপকার করে।

আখের রস বিক্রেতা মোশারফ হোসেন বলেন, এখন প্রচুর রৌদ্রের তাপদাহ থাকায় আখের রসের অনেক চাহিদা বেড়েছে। আমি প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্লাস ১০ টাকা দরে বিক্রি করে থাকি। যার মুল্য ২০০০ থেকে ২৫০০ টাকা। তিনি বলেন প্রতি পিচ আখ ক্রয় করি প্রায় ১৪ থেকে ১৫ টাকা। প্রতি পিচ আখে রস পাই ২ থেকে ৩ গ্লাস। যার মূল্য ২০ থেকে ৩০ টাকা। সারাদিন আখের রস বিক্রি করে বর্তমান সংসার ভালোভাবে চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন