ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হওয়ার সম্ভাবনা নেই: শিল্পমন্ত্রী

বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হওয়ার সম্ভাবনা নেই: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশের অবস্থা কোনোভাবেই শ্রীলংকা কিংবা অন্যান্য দেশের মতো হওয়ার সম্ভাবনা নেই। নির্দিষ্ট একটা দল ভিন্নধর্মী প্রোপাখান্ডা ছড়াচ্ছে। গতকাল রবিবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

এসময় মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য যেসব সমস্যা সম্প্রতি  তৈরি হয়েছে সেসবের সমাধান আগামী ৩ মাসের মধ্যেই হবে। এ তিন মাস কোনো পক্ষ যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ। অনুষ্ঠানে একুশে আগস্ট নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করা ।

সংবাদটি শেয়ার করুন