ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচন উপলক্ষে রাজধানীতে সব তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন তৈরি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনয় বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে এবং নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে শুক্রবার (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগরের সব তফসিলি ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।

২২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৫ জানুয়ারি (রোববার) এবং ১০ জানুয়ারি (শুক্রবার) প্রতীক বরাদ্দ হবে। সবশেষ আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন