ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুগলকে শায়েস্তা করল ফ্রান্স!

অপ্রতিযোগিতামূলক ব্যবহার ও অযথাযথ বিজ্ঞাপন প্রচারের জন্য গুগলকে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্সের প্রতিযোগিতা সংস্থা । আমেরিকার বড় বড় টেক কোম্পানিগুলোর ট্যাক্স ফাঁকির দুর্নামের কারণে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এতোদিন তাদের নজরদারিতে রেখেছিল ।এর ফলস্বরুপ গুগলকে এই মোটা অঙ্কের জরিমানা করলো ফ্রান্স।

এ বছরের সেপ্টেম্বরে চার বছর আগে শুরু হওয়া অর্থনৈতিক প্রতারণার তদন্ত নিষ্পত্তির জন্য ১ বিলিয়ন ইউরো ফ্রান্স কর্তৃপক্ষকে দিতে রাজি হয়েছিল গুগল ।

গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হওয়া সত্ত্বেও অনুসন্ধানের ফলাফল ও বিজ্ঞাপনে যে ধরনের আধেয় প্রচার করে তার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে ।

ফ্রান্সের প্রতিযোগিতা সংস্থার প্রধান ইসাবেল ডি সিলভা বলেন, অনলাইন বিজ্ঞাপন বাজারে গুগলের অসাধারণ দখল রয়েছে, প্রায় ৯০ ভাগ শেয়ার গুগলের দখলে ।

গুগল বলেছে এই জরিমানার বিরুদ্ধে তারা আপিল করবে ।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন