আট বছর বয়সী রায়ান কাজি এই বছরে ইউটিউব থেকে সর্বোচ্চ ২৬ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ২২১ কোটি টাকা) আয় করেছে।গত বুধবার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানা যায়।
কাজির আসল নাম রায়ান গুয়ান। ২০১৮ বসালেও সে ইউটিউব থেকে সর্বোচ্চ আয় করেছিল। গত বছর তার আয়ের পরিমান ছিল ২২ মিলিয়ন ডলার (১৭৬ কোটি টাকা প্রায়)। ২০১৫ সালে শুরু হওয়া তার চ্যানেল ‘রায়ান্স ওয়ার্ল্ড’ তিন বছরে ইতোমধ্যেই প্রায় আড়াই কোটি মানুষ সাবস্ক্রাইব করেছে। শুরুর দিকে তার চ্যানেলের নাম ছিল ‘রায়ান টয়স রিভিউ’। এইখানে সে মূলত নতুন নতুন খেলনার বাক্স খোলে খেলত। তার কয়েকটি ভিডিও ইতোমধ্যেই ১০০ কোটিবার দেখা হয়েছে। আর তার চ্যানেলের সব ভিডিও দেখা হয়েছে ৩৫০০ কোটিবার।
রায়ানের চ্যালেনটি ইউটিউবের বিখ্যাত ড্যুড পারফেক্ট কেও ছাড়িয়ে গেছে। ড্যুড পারফেক্ট তালিকায় দ্বিতীয় হয়েছে। তালিকায় তিন নাম্বারে রয়েছে রাশিইয়ার পাঁচ বছর বয়সী আনাস্তাসিয়া রেদজিন্সকায়া। সে আয় করেছে ১৬০ কোটি টাকা।
আনন্দবাজার/ জায়েদ