ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সামনের বছরের মার্চে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’

সামনের বছরের মার্চে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। মুক্তির তারিখ এখনো ঠিক না হলেও মার্চে মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন নির্মাতা। চলচ্চিত্রটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে, শেষের দিকে রয়েছে ডাবিংও।

‘রিকশা গার্ল’ এর মুক্তির ব্যাপারে অমিতাভ রেজা বলেন, মাসের শুরুতে অতিথি চরিত্রের যে শুটিং বাকি ছিল সেটা শেষ করেছেন সিয়াম আহমেদ। এরপরই আমরা ডাবিং শুরু করেছি। সব ঠিক থাকলে ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে ডাবিংয়ের কাজ। এরপর আগামী বছরের মার্চ মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মায়া দ্য লস্ট মাদার’

এর আগে এপ্রিল মাসে পাবনায় প্রথম দফায় শুটিং শুরু হয় ‘রিকশা গার্ল’ এর। তারপর গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে শুটিং শুরু হয় চলচ্চিত্রটির। সেখানে রিকশার গ্যারেজ বানিয়ে চলে টানা শুটিং। আর সর্বশেষ সিয়াম আহমেদ এর অংশ ধারণের মধ্যে দিয়ে শেষ হয় চলচ্চিত্রটির শুটিং।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। এছাড়া আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন