ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলু ফুটিয়েছে কৃষকের মুখে হাসি

চলতি মৌসুমে আলু চাষে বাম্পার ফলন এবং ভালো দাম পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার চরের চাষিরা অনেক খুশি। তাদের মুখে এখন হাসির ঝিলিক। এমনকি এবার আলুর বাম্পার ফলনে গত বছরের ক্ষয়ক্ষতিও পুষিয়ে উঠেছে তারা।

চলতি বছর বন্যায় আমনের ক্ষতি হওয়ায় লোকসান গুনছিলেন চাষিরা সেই লোকসানও কাটিয়ে উঠতে আলু চাষ করে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন পাচ্ছেন চাষিরা। বিঘা প্রতি লাভ টিকছে ২৫-৩০ হাজার টাকা।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার চরের পাড়ামৌলা, রতি চর তৈয়বখা, চর গাবুর হেলান, রতিদেব, রামহরি, মন্দির, সিয়াল খাওয়ার চর, আনন্দ বাজার এলাকার চাষিরা আগেভাবে আলু তুলে পাইকারি বিক্রি করছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে বেশি মুনাফা পাওয়ায় খুশি আলু চাষিরা। সব মিলে উৎপাদন খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। বিঘাতে উৎপাদন হয়েছে ৪০-৫০ মণ।

এ অঞ্চলের চাষিরা জানান, আমন ধান চাষ করে বিঘা প্রতি তাদের দেড় থেকে ২ হাজার টাকা লোকসান গুনতে হয়েছিল। আশা ছিল আলু চাষে লোকসান পুষিয়ে নেয়া। ধানের ক্ষতি পুষিয়ে আলু তাদের মুখে হাসি ফুটিয়েছে।

আনন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন