ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে বাইক-মোবাইল ছিনতাই

প্রেমের ফাঁদে বাইক-মোবাইল ছিনতাই
  • কথিত প্রেমিকা গ্রেপ্তার

স্ত্রীকে দিয়ে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মোটরসাইকেল ও মোবাইফোন ছিনতাই করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম এবং তার স্ত্রী বৃষ্টি। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনায় জড়িত বৃষ্টিকে গ্রেপ্তার করে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেপ্তার বৃষ্টি আদালতে  স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর থানাধীন দাড়িয়াল গ্রামের  আব্দুল ওয়াহাব কিছুদিন পূর্বে লটারিতে একটি এ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল পায়। সে ও তার ছেলে রবিন (১৭) মোটর সাইকেলটি চালাতো। মোটরসাইকেলের প্রতি পাশ্ববর্তী  সিরাজুল ইসলামের লোভ জন্মে এবং মোটরসাইকেলটি ছিনতাই করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে সিরাজুল তার স্ত্রী বৃষ্টিকে রবিনের মোবাইল নম্বর সংগ্রহ করে দেয় এবং তার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে বলে। বৃষ্টি মাত্র তিন চার দিন রবিনের সঙ্গে মোবাইলে কথা বলে প্রেমের সম্পর্ক করে দেখা করতে ও তার মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। গত ৯ আগষ্ট দুপুরের কথিত প্রেমিকা বৃষ্টির সঙ্গে রবিনের বন্ধু নিরবসহ দেখা করতে মোটরসাইকেল নিয়ে বিহার ইউনিয়নের ভাসুবিহার নরপতির ধাপ এলাকায় যায়। বৃষ্টি রবিনের সঙ্গে থেকে মোবাইলে তার স্বামী সিরাজুলকে এসএমএস এর মাধ্যমে কোথায় কি করছে তার তথ্য দেয়। রবিন ও বৃষ্টি নির্জনে কথা বলার সময় বৃষ্টি রবিনকে কৌশলে স্পীডের বোতলে নিয়ে যাওয়া চেতনা নাশক ঔষধ মেশানো পানীয় খাওয়ায়। কিছুক্ষনের মধ্যে রবিন অসুস্থ্যবোধ করায় তার বন্ধু নিরবের সহায়তায় মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হতেই আগে থেকে ভাসুবিহার নরপতির ধাপ রাস্তার পাশে ওৎ পেতে থাকা সিরাজুলও  তার সহযোগী রবিনের মোটরসাইকেল আটকে রবিনকে মারধর করে রাস্তর উপর ফেলে দেয় এবং রবিনের কাছে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনতাই করে সিরাজুল, তার স্ত্রী বৃষ্টি ও সহযোগীসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদ পাওয়ার পরপরই শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনাস্থল আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ  দেখে ঘটনায় জড়িতদের সনাক্ত করার তদন্ত শুরু করে। রবিনের মা রোজিনা আক্তার গত ১৪ আগষ্ট এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় কথিত প্রেমিকা বৃষ্টিকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে। গোপনতথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামী বৃষ্টিকে বগুড়া ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ্দ করলে বৃষ্টি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছিল।

সংবাদটি শেয়ার করুন