ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমন চাষে ব্যস্ত চাষি

আমন চাষে ব্যস্ত চাষি

খাদ্য উৎপাদনে উদ্ধৃত কৃষি সমৃদ্ধ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৯৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার বোরোতে বাম্পার ফলনের পর উপজেলার কৃষকেরা এখন রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ও স্থানীয় জাতেরসহ মোট ২ হাজার ৯ শত ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় এবার আষাঢ় মাস এবং শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তুলনামূলক কম বৃষ্টি হওয়ায় সেচ ব্যবস্থার মাধ্যমে অনেক কৃষকগণ আমনের চারা রোপন করেছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে সব জমিতে পানি জমে থাকায় কৃষকেরা হাল চাষ করে, এখন আমনের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যে চারা রোপণ সম্পন্ন  হয়েছে যা প্রায় ৮৫ ভাগ। চলতি সপ্তাহের মধ্যে উপজেলায় রোপা আমন ধানের চারা রোপন শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে কয়েকজন কৃষকের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা বলেন, বৃষ্টির পানিতে জমি তৈরির পর আমরা রোপা আমন ধানের চারা রোপণ করছি। বৃষ্টির পানিতে রোপণকৃত চারাও ভালো হয়। এতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলায় বৃষ্টিপাত কম হওয়ায় অনেক কৃষকেরা সেচ পাম্পের মাধ্যমে সেচ দিয়ে চারা রোপন করেছে। তবে এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাই সেচ পাম্পের মাধ্যমে জমিতে আর সেচ দিতে হচ্ছে না। চলতি মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তাই কৃষকদের রোপা আমন ধান রোপণে উৎসাহিত করা হচ্ছে। তবে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন