ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ডিএসই

বছরের শুরুতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি এবং এর টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী ২ জানুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এই বৈঠকে বসবে ডিএসই।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএসই’র ডিজিএম শফিকুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পতনের বেড়াজালে দেশের পুঁজিবাজার

শফিকুর রহমান বলেন, আগামী ২ জানুয়ারি বিকেল তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ অংশ নেবেন।

এর আগে গত ৯ ডিসেম্বর ডিএসইর পর্ষদ সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর গত ১০ ডিসেম্বর বৈঠকের সময় চেয়ে চিঠি দেয় ডিএসই।

সংবাদটি শেয়ার করুন