ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪

ইন্দোনেশিয়ায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৩ জন।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলো বলে মনে করা হচ্ছে। বাসটি ১৫০ মিটার (৫০০ ফুট) নিচে একটি নদীতে পরে যায়।

নদীতে পরে যাওয়ার আগে রাস্তায় সংঘর্ষ হয়েছিল তবে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা বাসটির লাগেনি। ঘটনায় হতাহত ও বেঁচে যাওয়া যাত্রীদের সুমাত্রারে পাগারালামের বাসমাহ হাসপাতালে নেওয়া হয়।  সূত্র : আল-জাজিরা

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন