ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে নিউইয়র্ক মাতাবেন দুই সাকিব

বিনোদন ও ক্রিকেট-এই দুই অঙ্গনের দুই প্রাণভ্রমরা চিত্রনায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান। একজন রুপালি পর্দায় নায়িকার মন জয় করেন, এক ঢিশুমে কুপোকাত করেন শত্রুদের এবং অন্যজন বাইশ গজে ব্যাট-বল হাতে ঘায়েল করেন প্রতিপক্ষকে।

এব দুই তারকা এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতাবেন। ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এটি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম জানান, সাকিব আল হাসান ও শাকিব খান- দুজনেই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।

জানা যায়, শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন