ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সিপিডির ব্রিফিং কাল

“সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ: কতটা ঝুঁকিপুর্ণ” শীর্ষক মিডিয়া ব্রিফিং এবং বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

আগামীকাল রবিবার বেলা ১১ টায় সিপিডি কার্যালয়, বাড়ি ৪০সি, সড়ক ১১ (নতুন) ২৮ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানিটি সিপিডি’র ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি, বহি:খাত, জ্বালানী ও বিদ্যুৎ, আর্থিকখাত এবং বাজেট ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে।

আলোচনায় অংশ নেবেন ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা; ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি); ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক; অধ্যাপক ম তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট); অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সম্মাননীয় ফেলো, সিপিডি এবং মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহ-সভাপতি, এফবিসিসিআই।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় সিপিডির নির্বাহী পরিচালক, ড. ফাহমিদা খাতুন প্রারম্ভিক বক্তব্য ও উপস্থাপনা প্রদান করবেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। মূল্যস্ফীতির অব্যাহত চাপ, দেশীয় মুদ্রামানের পতন, বৈদেশিক মুদ্রার মজুত কমে আসা, বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও শিল্পপণ্যের দাম বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহে পতন এবং সঙ্গে যোগ হয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যার ক্ষয়ক্ষতি, যা অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ও যোগাযোগ অবকাঠামোকে বড় ধাক্কা দিয়েছে। এসব চ্যালেঞ্জ উস্কে দিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতি এখন কোন পথে রয়েছে এবং আমাদের করণীয় কি সামগ্রিকভাবে এ বিষয়গুলো তুলে ধরার জন্যই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন