ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে বাপ্পির ‘শোনো’

তরুণ নির্মাতা বাপ্পি খানের গল্প, রচনা ও নির্দেশনায় আসছে বিশেষ শর্টফিল্ম ‘শোনো’। ইতিমধ্যেই শর্টফিল্মটির শুটিং শেষ হয়েছে।

জানা যায়, আসছে বছরের প্রথম দিকেই শর্টফিল্মটি প্রকাশ পাবে মানিক খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শোনোতে অভিনয় করেছেন সোহাগ বিশ্বাস, মাহামুদা মাহা, দুলাল, জাহিদ রনি, হৃদয় , ইসমাইল, আলামিন সহ আরও অনেকে।

নাট্যনির্মাতা বাপ্পি খান জানান, ‘শোনো’র গল্পটা একদম ভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে। পুরো গল্পটা এক রাতের ওপর ভিত্তি কর। শুটিংও হয়েছে এক রাতে। তিনি জানান, গল্পটা যেই দেখবে কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবে। প্রতিদিনই আমাদের কোনো না কোনো সমস্যায় পড়তে হয় আর সেই সমস্যা গুলোই তুলে ধরা হয়েছে এই গল্পে।

বাপ্পি আরও জানান, ‘সব মিলিয়ে আমি বেশ আশাবাদী। এমন গল্পে এর আগে আমার কাজ করা হয়নি। সম্পূর্ণ শুটিংটাই ঢাকার বিভিন্ন লোকেশনে করা হয়েছে। এবছরে এটাই আমার শেষ কাজ।’

বর্তমানে একটি সিরিজের গল্প লেখার কাজে ব্যাস্ত আছেন বাপ্পি। এটির শুটিং সম্ভবত ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পুরো শুটিং কলকাতা ও বাংলাদেশ মিলিয়ে বেশ কিছু লোকেশনে করা হবে। এছাড়াও এই ওয়েব সিরিজে দুই দেশের অভিনয়শিল্পীরা অভিনয় করবেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন