ফল স্বাস্থ্যের জন্য উপকারী- এটা সবারই জানা। পৃথিবীতে রকমারি ফল রয়েছে। পরিচিতসহ নাম না জানা নানা ফলও রয়েছে।
তবে এবার এক ফলের গল্প বলবো। এটি রীতিমতো ধাঁধার মতো। দেখতে ফল মনে হলেও পরিবর্তিত রূপটা ফুলের মতো। ফল আপনা আপনি ফেটে ফুলের মতো হয়ে যায়। এই রহস্য ভেদ করতে ৪ বছর সময় লেগেছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ে দেখা মেলে লাল এই ফলটির। পাতা দেখতে বড় আলু পাতার মতোই। তবে পরিচয় জানতে গিয়েই দেখা দিল বিপত্তি।
বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরদার নাসির উদ্দিন গাছটির সঠিক পরিচয় জানালেন। উদ্ভিদতাত্ত্বিক নাম erythropalum scandens। ইংরেজি নাম রেডস্টেক ক্লাইম্বার। অনেক চেষ্টা করেও বাংলা নাম পাওয়া গেল না। আসামের স্থানীয় নাম লজাংঠু।
জানা যায়, গাছটি সিলেট ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনে পাওয়া যায়। অবশ্য বর্তমানে নিজস্ব আবাসে গাছটি কতটা সহজলভ্য, তা নিয়ে সন্দেহ আছে।