সম্প্রতি জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে সিরিয়ায় বিদ্যমান গ্রুপ দুটি আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বর্তমানে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে।
শুক্রবার ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই গ্রুপের কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপির।
এদিকে ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, শুক্রবার ভোরে দেশটির সরকারি বাহিনীর হামলায় জিহাদি গ্রুপের ৪২ এবং বিদ্রোহী গ্রুপের ৯ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত মারেত আল-নোমান শহরে জিহাদি গ্রুপের হামলায় সরকারি বাহিনীরও ৩০ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে একযোগে বোমা হামলা চালায় রুশ বিমান।
আনন্দবাজার/শাহী