ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে তিন সিনেমা

এবার কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে তিন সিনেমা। সেগুলো হচ্ছে, অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্য মামুনের ‘সাইকো’।

প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিতে প্রযোজকদের বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে আবেদন করতে হয়।

সমিতির অফিস সচিব সৌমেন রায় বলেন, তিনটি সিনেমার আবেদন তারা পেয়েছিলেন; তিনটিই মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আগেই সেন্সর সনদ পেয়েছে সিনেমাগুলো।

তার মধ্যে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ অংশের প্রযোজনা করছেন অনন্ত জলিল।

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান এবং ইরানে সিনেমার শুটিং হয়েছে। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সিনেমায় অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী এবং চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

রায়হান রাফির পরিচালনায় ত্রিভুজ প্রেমের গল্পের ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান এবং শরিফুল রাজ।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার শাহ্জাহান সৌরভের সাথে যৌথভাবে ছবির চিত্রনাট্যও লিখেছেন রাফি।

অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছেন রোশান এবং পুজা চেরি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন