ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘১০০ কোটি টাকার চেয়ে সুন্দর গল্পের ছবি বানানো বেশি জরুরি’

‘পোড়ামন ২’, ‘দহন’ প্রথম দুটি ছবি বানিয়েই নজর কেড়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ওটিটি কনটেন্টে নির্মাণ মুন্সিয়ানার ছাপ রাখেন। ‘জানোয়ার’, ‘ডার্ক সাইট অব ঢাকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং সর্বশেষ ‘৭ নম্বর ফ্লোর’ দিয়ে দর্শকের আস্থা অর্জন করেন রাফী। ঈদে মুক্তি পাচ্ছে তরুণ এ নির্মাতার নতুন ছবি ‘পরাণ’।

গান, টিজার এবং ট্রেলার দিয়ে লাইভ টেক প্রযোজিত এ সিনেমাটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ‘পরাণ’-এর প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগ মাধ্যম! দর্শকরা জানান, তারা ঈদে ‘পরাণ’ দেখার জন্য মুখিয়ে আছেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ অপু প্রমুখ। দর্শকদের বিভিন্ন মতামতে আবেগপ্রবণ হয়ে পড়ছেন পরিচালক রায়হান রাফী। তিনি জানান, কদিন আগে কিছুটা সংশয় থাকলেও সেটি কেটে গেছে।

রায়হান রাফী জানান, যতটা রেসপন্স পাচ্ছি আমি আসলে এতটা আশা করিনি। এই অনুভূতি খুবই শান্তির, কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিন বছর আগে বানানো ‘পরাণ’ মানুষ নতুন করে কীভাবে গ্রহণ করবে সেটা নিয়ে শুরুতে চিন্তিত ছিলাম। গান ও ট্রেলার প্রকাশের পর সব চিন্তা দূর হয়েছে। ব্যক্তিগত ভাবে আত্মবিশ্বাসী হয়েছি।

ঈদে ৩০টির মতো সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘পরাণ’। কিন্তু হল সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মোটেও মাথা ঘামাচ্ছেন না রাফী। তিনি জানান, সেন্সর দেরি হওয়ায় অনেকেই মনে করেছিল ‘পরাণ’ আসবে না। সেন্সরে গেলে কেউ কেউ ‘পরাণ’ আটকানোর চেষ্টা করেও পারেনি। কারণ ভালো ছবির জয় সবসময় হয়েছে। ট্রেলার ও গানে কিন্তু সেই ইঙ্গিত পাচ্ছি।

রাফী জানান, দর্শক পূর্বে আমার প্রতিটি কাজ পছন্দ করেছেন। ‘পোড়ামন ২’ শুরুতে ২০টি হলে মুক্তি পেয়েছিল। পরে দর্শকরাই হাইপ তোলেন। সিনেমা ভালো হওয়ায় দ্বিতীয় সপ্তাহে ৪০ হল, পরের সপ্তাহে ৭০টি হলে চলে। মুক্তির আগেই পরাণেরও হাইপ উঠেছে এর কোয়ালিটির কারণে।

তিনি বলেন, ইদানিং দেখছি, সিনেমার হাইপ উঠানো হচ্ছে বাজেট জানিয়ে। কিন্তু আসল হাইপ তো ওঠায় দর্শকরা।

এদিকে, ‘পরাণ’-এর সাথে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’। অনন্ত আগেই জানিয়েছেন, তার এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা যা আন্তর্জাতিক হিসেবে ১০ মিলিয়ন ডলার।

এতো বড় বাজেটের ছবির সাথে প্রতিযোগিতায় ‘পরাণ’ কি টেক্কা দিতে পারবে? এমন প্রশ্নের জবাবে রায়হান রাফী বলেন, আমার কাছে ১০০ কোটি টাকা ছিল না, কিন্তু তার চেয়ে দামি গল্প ছিল। যা দিয়ে ‘পরাণ’ বানিয়েছি। মানুষ ১০০ কোটি বাজেটের চেয়ে ভালো গল্পের ছবি দেখতে চায়। সত্যি কথা বলতে, দেশের বাইরে গিয়ে শুটিংয়ের সামর্থ্য ছিল না। তাই দেশের মধ্যে থেকে দেশের গল্প নিয়ে ‘পরাণ’ বানিয়েছি।

তিনি আরও বলেন, আমি মনে করি ১০০ কোটি টাকার চেয়ে সুন্দর গল্পের ছবি বানানো বেশি জরুরি। ‘পরাণ’ তেমনি একটি ছবি। পৃথিবীর কোনো সিনেমা বাজেট অনুযায়ী জেনে দর্শক দেখতে যায় না। মানুষ সবসময় গল্প ও প্রেজেন্টেশন দেখে, পরে বুঝতে পারে সিনেমার বাজেট আসলে কত। আমি সেটাই বানিয়েছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সব সিনেমা দেখেন। তারপর নিজেরাই ঠিক করেন কোন সিনেমাটি ভালো।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন