গেইমারদের জন্য ‘রিপাবলিক অফ গেইমারস (রোগ)’ ফোন লাইনআপে দুটি নতুন ডিভাইস আনছে আসুস। ডিভাইস দুটি হল, ‘রোগ ফোন ৬’ ও ‘রোগ ফোন ৬ প্রো’।
দুটো মডেলেই রয়েছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৮+ জেন ১’ প্রসেসর ও ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা।
অবশ্য ফোন দুটিতে আগের মডেল ‘রোগ ফোন ৫এস’-এর মতোই ৬.৭৮ ইঞ্চির ‘ওলেড স্ক্রিন’ দিয়েছে আসুস। কিন্তু ফোন দুটোর ‘রিফ্রেশ রেট’ ১৬৫ হার্টজ ও ‘টাচ-স্যামপ্লিং রেট’ ৭২০ হার্টজ, যা সর্বশেষ মডেল থেকে যথেষ্টই উন্নত।
ডিভাইস দুটিতে আরও রয়েছে, ছয় হাজার মিলি অ্যাম্প-আওয়ার ব্যাটারি, যা আগের মডেগুলোতেও ব্যবহৃত হয়েছে। এছাড়া এতে তিনটি ক্যামেরার সুবিধা দিয়েছে তাইওয়ানের হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
‘রোগ ফোন ৬’-এর সর্বনিম্ন বিক্রয়মূল্য ৯৯৯ ডলার ও ‘৬ প্রো’র ক্ষেত্রে সেটি ১২৯৯ ডলার। প্রথমে যুক্তরাজ্য ও ইউরোপে উন্মোচনের পর যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য জায়গায় ফোনটি আনার পরিকল্পনা করছে আসুস।
‘রোগ ফোন ৬’ ডিভাইসটি সাদা ও কালো দুটো রংয়ে এলেও ‘৬ প্রো’তে কেবল সাদা রংই থাকবে। মডেল দুটোর সবচেয়ে বড় পার্থক্য ‘৬ প্রো’র পেছনে রয়েছে দ্বিতীয় ‘ওলেড স্ক্রিন’। যা দেখতে আকর্ষণীয় হলেও বাস্তবসম্মত নয় বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।
‘রোগ ফোন ৬’-এর তুলনায় ‘প্রো’ মডেলে সামান্য বেশি র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। ‘রোগ ফোন ৬’-এ সর্বোচ্চ ১৬জিবি র্যাম ব্যবহার করা গেলেও ‘প্রো’ মডেলটিতে ১৮জিবি ব্যবহার করা যাবে।
অবশ্য বেশিরভাগ ব্যবহারকারীর জন্য ‘রোগ ফোন ৬’ মডেলটিই যথেষ্ট বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
পরিষ্কারভাবেই আসুস এমন একটি ফোন তৈরির চেষ্টা করছে। যা ব্যবহারকারী দৈনন্দিন ডিভাইস হিসেবে ব্যবহার করবে। সেই লক্ষে আসুস সর্বশেষ কয়েকটি ‘রোগ ফোন’ মডেলের নকশায় কিছুটা পরিবর্তন এনেছে। কারণ হলো, ফোনটিকে কেবল ‘গেইমার ফোন’ হিসেবে পরিচিত করতে চায় না তারা।
তারপরও এটি একটি গেইমার ফোন। কারণ হলো, ফোনটির নকশার প্রায় পুরোটাই তৈরি হয়েছে ‘অপটিমাইজিং কুলিং’-এর কথা বিবেচনা করে। নিজেদের ‘এয়ারোঅ্যাক্টিভ কুলার’ পণ্যেও আপডেট এনেছে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/টি এস পি