ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিলামে মাইলসের গিটার

বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড মাইলস উদযাপন করছে তাদের ৪০তম জন্মদিন। উদযাপনের অংশ হিসেবে গত ছয় মাসে দেশ-বিদেশে কনসার্ট করেছে ব্যান্ডটি। জমকালো নানা আয়োজনের শেষ হতে হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।

এরই অংশ হিসেবে একটি অ্যাকুস্টিক গিটার নিলামে তুলেছে মাইলস। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয়ের উদ্দেশ্যে ব্যান্ডের গিটারিস্ট হামিন আহমেদ এর একটি গিটার এই নিলামে তোলা হয়েছে।

হামিন আহমেদ বলেন, এটি আমার প্রিয় গিটার। দুটি অ্যালবামের পাশাপাশি অনেকগুলো শোতে এটি বাজিয়েছি। এবার নিলামে গিটারটি এনেছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। কারণ গিটার বিক্রির পুরো টাকা তাদের জন্য ব্যয় করা হবে।

মাইলসের ‘প্রতিচ্ছবি’ ও ‘প্রতিচ্ছবি ডিলাক্স’ অ্যালবাম ছাড়াও অনেকগুলাে শোতে ব্যবহৃত হয়েছিল গিটারটি।

 

আনন্দবাজার/ডব্লিউে এস

সংবাদটি শেয়ার করুন