ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা জারি

৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে ইতালির উত্তরাঞ্চলের পো নদীর পার্শ্ববর্তী পাঁচ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশেটির সরকার। নদীটি উত্তর থেকে পূর্বে প্রায় ৬৫০ কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়। এদিকে সমুদ্রের লবণাক্ত পানি নদীতে মিশে ফসলের ক্ষতি করছে বলে জানান কৃষকরা।

বিবিসি জানিয়েছে, লোম্বার্ডিসহ এই পাঁচ অঞ্চলে পানির সংকট কাটাতে ৩ কোটি ৬৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে।

ইতালির কৃষক সংগঠন কোল্ডিরেত্তির তথ্য অনুযায়ী, খরা ইতালির ৩০ শতাংশের বেশি কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। বেশ কয়েকটি পৌরসভা ইতোমধ্যে পানির রেশনিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। অস্বাভাবিক গরম আবহাওয়া এবং শীত ও বসন্তে কম বৃষ্টিপাতের কারণে ইতালির উত্তরাঞ্চলে পানির ঘাটতি বেড়ে যায়।

জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে ইতালির সরকার জানায়, বর্তমান পরিস্থিতিকে বিশেষ ব্যবস্থায় শক্ত হাতে মোকাবেলা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি খরার কারণ হিসেবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির যোগ থাকার দাবি করেছেন।

সোমবার ডলোমাইটস পর্বতে একটি হিমবাহ ধসে ১৩ জন নিখোঁজ হয়। এই ঘটনায় পর প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি জানান, বিষয়টি সন্দেহাতীতভাবেই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত।

হিমবাহ ধসে মারমোলাডা পর্বতে সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন। কয়েকজন বিদেশিসহ নিখোঁজদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে থার্মাল ইমেজিংয়ে সজ্জিত ড্রোন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন