ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে কলকাতার ছবিতে সিয়াম

ইতোমধ্যে বলিউডের অন্তর্ভূক্ত হয়ে গেছে সিনেমায় ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের নাম। সম্প্রতি জানা গেছে, একটি হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার জানা গেল যে, কলকাতার সিনেমাতেও অভিষিক্ত হতে চলেছেন ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় আসা এই নায়ক।

ওপার বাংলায় এখনো চূড়ান্ত হয়নি সিয়ামের প্রথম সিনেমার নামটি। জানা যায়, সেটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এতে প্রধান ভূমিকায় আরও থাকবেন প্রসেনজিৎ, শ্রাবন্তী এবং আয়ুষী তালুকদার।

এই সিনেমা নিয়ে সিয়াম বলেছেন, এই সিনেমাটির জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল। এটি পারিবারিক গল্পের একটা সিনেমা। দুই জেনারেশনের গল্প। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি, সেটাও উনার মতো শিল্পীর সঙ্গে। সবকিছু মিলিয়ে বেশ উৎসাহী আমি।

সিয়ামের বিপরীতে ছবিটিতে দেখা যাবে আয়ুষীকে। আগামী আগস্ট মাস থেকে সিনেমার শুটিং হবে লন্ডনে।

জানা যায়, সিনেমাটি পুরো শুটিং হবে লন্ডনে। গল্পের প্রেক্ষাপটও লন্ডন। সিনেমাতে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী ও তার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তীকে দেখা যাবে। দুজনের বয়সের একটা ব্যবধান রয়েছে। সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। একটা সংকটে এই তিন চরিত্রের সঙ্গে যোগ দেবেন সিয়ামও।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনায় আছে শ্যাডো ফিল্মস এবং রোডশো ফিল্মস।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন