সম্প্রতি সৌদি আরবের ৫৯২৯টি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার এক ঘোষণার মাধ্যমে টুইটার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
টুইটারের ঘোষণায় জানানো হয়েছে, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টও রয়েছে। সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে বলে জানা যায়।
টুইটার কর্তৃপক্ষ জানায়, বন্ধ হয়ে যাওয়া একাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন পোস্ট করা হতো। সেইসব পোস্টে সৌদি সরকারের বিভিন্ন প্রচারণা ছড়ানো হতো।
টুইটার জানায়, তদন্ত করতে গিয়ে সৌদি আরবের ‘সামাআত’ কোম্পানিকে খুঁজে পেয়েছে এবং এই কোম্পানির ব্যবহৃত সব টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের দপ্তর প্রধান বাদ্র আল-আসাকার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে টুইটারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক অপপ্রচার রুখে দিতে টুইটারের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কার্যক্রমটি শুরু হয়েছে। গেল আগস্টে হংকং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ২ লাখ চীনা অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ।
আনন্দবাজার/শাহী