ঢাকা | বুধবার
৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে গ্রামীণফোনের চিঠি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন। সরকারের সঙ্গে মধ্যস্থতার জন্য রাষ্ট্রপতির কাছে এই চিঠিটি পাঠিয়েছে মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তথ্যটি নিশ্চিত করেছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, নিরীক্ষা দাবির পাওনা টাকা নিয়ে সরকারের সঙ্গে মধ্যস্থতার জন্য সিঙ্গাপুরের একটি ল ফার্মের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।

এর আগে গ্রামীণফোনকে ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশে বলেন, তিন মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধে ব্যর্থ হলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। আপিল বিভাগের এ আদেশের বিরুদ্ধে রিভিউ করতে পারবে গ্রামীণফোন। আগামী এক মাসের মধ্যে এ রিভিউ করতে পারবে তারা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন