ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ইউক্রেনের ছোড়া গোলায় রাশিয়ার একটি সীমান্ত শহরের একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেন, সুজেমকা এলাকায় ইউক্রেনের ছোড়া গোলায় একজন ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন। গোলাগুলিতে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিদ্যুৎ সঞ্চালন সুবিধা ধ্বংস হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

তিনি আরও জানান, ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্কে ওই হামলা স্থানীয় সময় সোমবার ভোরে চালানো হয়।

তবে আল জাজিরা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত একদিনে রুশ বাহিনী উচ্চ-নির্ভুল ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে। এতে জেনারেলসহ ৫০ জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন