ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় গম রপ্তানিতে আমিরাতের নিষেধাজ্ঞা

চার মাসের জন্য ভারত থেকে আমদানি করা গম রপ্তানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে উপসাগরীয় দেশটি। ভারত শস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বড় দেশ। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমিরাতের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারত এখনো আমিরাতে গম রপ্তানি অব্যাহত রেখেছে।

গত ১৪ মে হঠাৎ করে গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। কিন্তু যারা নিষেধাজ্ঞার আগে লেটার অব ক্রেডিট ইস্যু করেছে এবং যেসব দেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অনুরোধ করেছে সেসব দেশে রপ্তানি করছে ভারত। তারপর থেকে ভারত চার লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে।

আমিরাতের অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের স্থগিতাদেশ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আনা ভারতীয় গম রপ্তানি বা পুনরায় রপ্তানি করতে ইচ্ছুক কোম্পানিগুলোকে প্রথমে আবেদন করতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন