আইএফআইসি ব্যাংকের সাথে চুক্তি সম্পন্ন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড, আইএফআইসি ব্যাংক-এর সকল শাখার কালেকশন এন্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে।
মতিঝিলে অবস্থিত আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক আবু মুস্তফা চৌধুরি সুজন।
অন্যদিকে, আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব বিজনেস মো. নুরুল হাসনাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ ক্রেডিট অফিসার শাহ মো. মইনুদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ অপারেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি মো. মনিতুর রহমান এবং হেড অব এইচআর ম্যানেজমেন্ট কেএআরএম মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এবং ইউনিসফটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আইএফআইসি ব্যাংক দেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, আমাদের ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
আনন্দবাজার/শহক