ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১২ প্রতিষ্ঠানের ঋণ নথি তলব

ফারমার্সের অর্থ আত্মসাত

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) লিমিটেডের পাঁচ শাখা থেকে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ প্রতিষ্ঠানের ঋণ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানগুলোর ঋণ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে সরকারি এ সংস্থাটি। পদ্মা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইওর কাছে এসব নথি চাওয়া হয়। দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারির নেতৃত্বে এক টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক সহিদুর রহমান।

দুদকের তলবি চিঠিতে চাহিদাকৃত নথিপত্র ও রেকর্ডপত্রের সত্যায়িত কপি ১৬ জুনের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। যেসব প্রতিষ্ঠানের নথি তলব করা হয়। মতিঝিল শাখা থেকে ঋণ নেওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, নাহার ব্র্যান্ড অয়েল ইন্ডাট্রিজ, এগ্রো এরিনা অ্যাসোসিয়েটস, আবেদা মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট ও উইনসাম ইমপেক্স। গুলশান করপোরেট শাখা থেকে ঋণ নেওয়া চিটাগং ফিশারিজ, এ্যাপেল গ্লোবাল টেল কমিউনিকেশনস, গলফ ওরেন্ট সিওএস ও এগ্রোটেক অটো রাইস মিলস। খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেওয়া শীতল এন্টারপ্রাইজ, শ্যামপুর শাখা থেকে ঋণ নেওয়া আল ফেরদৌস রি-রোলিং মিলস এবং হালুয়াঘাট শাখা থেকে ঋণ নেওয়া ফুলপুর ইন্ডাষ্ট্রিজ।

অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংকের কর্মকর্তারা নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ প্রদান, সুবিধা নিয়ে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে বাহকের হিসাব ব্যবহার করে আত্মসাত এবং বিদেশে অর্থ পাচার করা হয়। যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন