দীর্ঘ সাত বছর প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, গত বছর নয়নতারা ও বিগনেশ বাগদান সারেন। এবার অনেক জল্পনার পর অবশেষে আজ গাঁটছড়া বাঁধলেন এ যুগল।
তামিলনাড়ুর মহাবলিপুরমের একটি রিসোর্টে প্রথা মেনে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন নয়নতারার স্বামী।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা এবং বিগনেশ শিবন প্রেমের সম্পর্কে জড়ান। গত বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন। যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।
২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনেমা জগতে পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে নাম ছিল তার।
আনন্দবাজার/টি এস পি