অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা করছেন। আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃর্তায় তিনি বলেন, বর্তমানে কম্পিউটার সামগ্রীর মধ্যে ডেস্কটপ, প্রিন্টার ও অন্যান্য কম্পিউটার ও আইসিটি পণ্যে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশে ওই শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসছে। ফলে দেশে উৎপাদিত কম্পিউটার ও আইসিটি পণ্যের দাম কমতে পারে। একই কারণে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতির সরঞ্জামের দাম। এছাড়া কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ কর সুবিধার প্রস্তাব আসতে আসছে বাজেটে।
প্রস্তাবিত বাজেট অনুসারে ভ্যাট অব্যাহতির সুবিধা পাচ্ছে দেশীয় গাড়ি তৈরির শিল্প। এতে মোটরগাড়ি তৈরিতে যন্ত্রপাতি এবং যন্ত্রাংশের আমদানিতে শুল্ক ছাড়ের পাশাপাশি ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রস্তাব আসতে পারে বাজেটে। এর ফলে দেশে তৈরি গাড়ি তুলনামূলক কম দামে মিলবে।
এছাড়া দেশীয় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট উৎপাদক প্রতিষ্ঠান বড় ধরনের শুল্ক এবং ভ্যাট সুবিধা ভোগ করে আসছে। যেখানে ৫৮ শতাংশ শুল্ক-কর প্রযোজ্য আমদানি করা হ্যান্ডসেটের ওপর। সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত এবং অ্যাসেম্বলড হ্যান্ডসেটের জন্য কর দিতে হয় যথাক্রমে ১৩ ও ১৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও সরকার এই সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে হিসেবে আমদানি কর মোবাইলের তুলনায় তুলনামূলক কম দামে ফিচার ফোন (বাটন ফোন) মিলতে পারে।
প্রস্তাবিত বাজেটে জুয়েলারি শিল্পের প্রসারে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এতে স্বর্ণাংলাকার আগের চেয়ে তুলনামূলক কম দামে মিলতে পারে। এছাড়া শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সহায়ক যন্ত্রের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। এতে ওই শ্রবণ যন্ত্র পাওয়া যেতে পারে কম টাকায়।
এছাড়া হুইল চেয়ারে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ অগ্রিম কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এতে হুইল চেয়ারের দাম কমতে পারে।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আরও কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। যেসব পণ্যের মধ্যে রয়েছে- পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, এলইডি টিভি, কাজুবাদাম, পেস্তা বাদাম, পশুখাদ্য, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসি রেস্তোরাঁয় খাবারের দাম, হাঁস-মুরগির খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্য, উড়োজাহাজের আমদানি মূল্য, এলপিজি গ্যাস, মুড়ি, চিনি, পাওয়ার টিলার, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ব্যাটারি-চার্জার, পোলট্রি ও ফিশ ফিড, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ, স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রী ইত্যাদি।
আনন্দবাজার/টি এস পি