শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২১ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪১ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।
একই দিনে কোম্পানিটির প্রথম প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ ২০২২ সাল) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস হয়েছে দশমিক ৪০ টাকা। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৮ টাকায়।
আনন্দবাজার/শহক