দীর্ঘ বিরতির পর আবারো রুপালি পর্দায় রানী মুখার্জি।
সম্প্রতি বলিউড অভিনেত্রী রানী মুখার্জি অভিনীত মার্দানি ছবির সিক্যুয়েল ‘মর্দানি ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির চতুর্থ দিনের মাথায় ছবিটি ব্যবসা করেছে ২১ কোটি রুপি। এনডিটিভির এক প্রতিবেদেন এসব কথা জানানো হয়েছে।
বছরের শেষের দিকে গত ১৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। এখানে পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করছেন রানী। ছবিটির প্রযোজনা করেছেন রানির স্বামী আদিত্য চোপড়া।ইতিমধ্যেই সিনেমাটি দর্শকের মন জয় করে নিয়েছে।
রানী আবার বলিউডে ফেরায় রানীর বন্দনায় মুখর দর্শক থেকে সমালোচক সবাই। ট্রেড অ্যানালিসিস্টদের তথ্যমতে, এভাবে চলতে থাকলে সম্ভবত এক সপ্তাহেই ১০০ কোটির ঘরে পৌঁছে যাবে ‘মর্দানি ২’।
বাঙালি এই অভিনেত্রী আবার কাজে ফেরেন ২০১৮ সালে, ‘হিচকি’ ছবির মধ্য দিয়ে। ছবিটি বক্স অফিসে সন্তোষজনক ব্যবসা করার পরপরই রানীর প্রত্যাবর্তন সাড়া ফেলে সবখানে।
আনন্দবাজার/শাহী