ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত ফিচার ও আপডেট আনলো অ্যাপল

ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নতুন চমক এনেছে অ্যাপল। শেয়ারপ্লে থেকে শুরু করে ডিকটেশন- একাধিক আপডেটেড ফিচার আনছে তারা। সেগুলো হচ্ছে-

১. ডিকটেশন

ডিকটেশন ফিচারটির আপডেট আনা হয়েছে আইওএস-এ ।

২. শেয়ার প্লে

ফেস টাইম-এর জনপ্রিয় ফিচার হলো শেয়ারপ্লে। এটি আরও আপডেটেড করছে অ্যাপল। এর সাহায্যে এখন মেসেজেও কন্টেন্ট শেয়ার করা যাবে। মেসেজ পাঠানোর পরে তা আনডু করা যাবে ও এডিটও করা যাবে।

৩. লক স্ক্রিন

লক স্ক্রিনে আনা হয়েছে একটি ‘লাইভ স্ক্রিন’ ফিচার। পাশাপাশি লকস্ক্রিন যাতে আরও গোছানো দেখতে লাগে, সেই জন্য ইউআই-তে পরিবর্তন আনা হয়েছে।

৪. সেফটি চেক

‘সেফটি চেক’ হচ্ছে একটি নতুন ফিচার। অনেকে তাদের সঙ্গীর সাথে ফোনের অ্যাকসেস শেয়ার করেন। সেফটি চেক অপশনের সাহায্যে চাইলে সহজেই সেই অ্যাক্সেস প্রত্যাহার করা যাবে।

৫. অ্যাপেল ম্যাপস

গুগল ম্যাপস একটি একচেটিয়া বাজার। কিন্তু এখনও হাল ছাড়েনি অ্যাপল। বেশ কিছু দেশে অ্যাপল ম্যাপের নতুন ভার্সান চালু করতে চলেছে অ্যাপল। কিন্তু আপাতত সেই তালিকায় ভারত নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন