ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘অভিযানের পর চালের দামে নিম্নগতি’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযানের পর চালের দাম কমতে শুরু করেছে। আজ রবিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড ২০২২’র লেগো উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ধান-চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান নিয়ে আলাপ হয়। মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে অভিযান সারাদেশে শুরু হয়। একসঙ্গে সাঁড়াশি অভিযানের মতো আমাদের এটা চলছে। বুধবার থেকে শুক্র ও শনিবার বন্ধের দিনেও আমাদের অভিযান চলেছে।

মন্ত্রী আরও বলেন, আমরা বিভিন্ন জায়গায় অনেক চাল অবৈধ মজুদ পেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে নিয়ন্ত্রণে এসেছে এ কথা আমি বলব না। আমরা কাজ করছি। এটা আমরা অব্যাহত রাখব।

সোমবার খাদ্য বিষয়ে সরকারের সর্বোচ্চ কমিটি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী জানিয়েছেন, সেই মিটিংয়ে বাজারদর নিয়ন্ত্রণ করার জন্য আর কি কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

চালের দাম কবে কমবে জানতে চাইলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, কমতে শুরু করেছে, তবে কবে কমবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেই সব মিলে আমরা অভিযান চালাচ্ছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন