ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পজিটিভ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

করোনা পজিটিভ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

মায়ের পর মেয়ে—

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়ার খবর আসার একদিন পরই তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর করোনা পজিটিভ ধরা পড়ার খবর এলো। প্রিয়াঙ্কা ভারতের কংগ্রেসের আরেক নেত্রী। গতকাল শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধী নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইটার বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী জানান, করোনার রিপোর্ট পজিটিভ। তবে তার মৃদু উপসর্গ রয়েছে। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করছেন।

এর আগে বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানান, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার এ বিষয়ে নোটিস পাঠানো হয় সোনিয়া গান্ধীকে।

সংবাদটি শেয়ার করুন