ঢাকা | রবিবার
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করণের হাত ধরে বলিউডে আসছেন সাইফ পুত্র

বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম হলো করণ জোহর। বহু স্টারকিডদের নিজের পরিচালিত বা প্রযোজিত ছবিতে লঞ্চ করেছেন তিনি। এবার এই নির্মাতার হাত ধরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা জুটির পুত্র ইব্রাহিম খানের।

জানা যায়, ২০২১ সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘হৃদয়ম’ এর হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রাখবেন ইব্রাহিম। যেখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল কিংবদন্তি মোহনলালের পুত্র প্রণব মোহনলালকে। সেই চরিত্রেই পর্দায় দেখা যাবে সাইফ পুত্র ইব্রাহিমকে।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানায় ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করানোর জন্য অনেকদিন ধরেই করণ একটি উপযুক্ত প্রজেক্ট খুঁজছিলেন। অবশেষে মালায়ালাম এই প্রজেক্টটির জন্যই তাকে পারফেক্ট মনে হয়েছে তার। আসন্ন এই ছবিটির হিন্দি রিমেকে করণ জোহরের সাথে যৌথ ভাবে থাকবে ফক্স-স্টার স্টুডিও।

তবে এখন পর্যন্ত করণের তরফ থেকে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। কিন্তু আশা করা যাচ্ছে শিগগিরি ঘোষণা আসবে প্রজেক্টটির।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন