ঢাকা | শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’ তে হৃতিক!

বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার ইয়াশের সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ এবং ‘চ্যাপ্টার টু’। এই ছবির মাধ্যমে বিশ্বতারকা বনে গেছেন ইয়াশ। এবার নির্মাণ হবে ছবিটির চ্যাপ্টার থ্রি। জল্পনা চলছে তৃতীয় কিস্তিতে ইয়াশের সাথে থাকছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন।

বলিউড বাবলের খবর অনুযায়ী, মুক্তির ৪৬ দিনে বক্স অফিসে ১,২৩০ কোটি রুপি সংগ্রহ করেছে কেজিএফ: চ্যাপ্টার টু। এবার নির্মিত হবে চ্যাপ্টার থ্রি। তৃতীয় কিস্তির জন্য বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।

কিন্তু সিনেমাটির প্রযোজনা সংস্থা, হোমেবল ফিল্মসের সহপ্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর এক সাক্ষাৎকারে তৃতীয় কিস্তির আপডেট এবং হৃতিক রোশনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন।

এশিয়ানেট নিউজেবলকে দেয়া সাক্ষাৎকারে প্রযোজক বিজয় জানান, তারা এখনো স্টার কাস্ট নিয়ে আলোচনা করেননি, যিনি ‘অতিরিক্ত যুক্ত’ হবেন সিনেমায়। বিজয় আরও জানান, কেজিএফ: চ্যাপ্টার থ্রি’ এ বছর হচ্ছে না। তাদের কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু পরিচালক প্রশান্ত নীল ‘সালার’ সিনেমা নিয়ে ব্যস্ত এবং খুব দ্রুতই ইয়াশ নতুন সিনেমার ঘোষণা দেবেন।

বিজয় জানান, সে জন্য, তাদের সঠিক সময়ে একত্র হওয়া দরকার, যখন তারা ‘কেজিএফ থ্রি’-র কাজ শুরু করার জন্য যথেষ্ট সময় পাবেন। এখন পর্যন্ত, তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট তারিখ বা সময় নেই।

বিজয় আরও জানান, তারিখ চূড়ান্ত করার পরে স্টার কাস্ট করার জন্য আমরা আরো ভালো অবস্থায় থাকব। যখন অন্য অভিনেতাদের কাস্ট করার প্রক্রিয়া শুরু হবে। তখন এটাও অবশ্য নির্ভর করবে তাদের প্রাপ্যতার ওপর। তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে তার ওপর সবকিছু নির্ভর করছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন