প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি । দেশটির অর্থনীতি যে ভালো অবস্থায় নেই তা আবারও মনে করিয়ে দিলেন এশিয়ান ডেভেলপমেন্টাল ব্যাংক (ADB)।
গত বুধবার ভারতের নিম্নমুখী বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছেন তারা। এডিবি তাদের পূর্ববর্তী পূ্র্বাভাসে জানিয়েছিল ২০১৯-২০ আর্থিক বছরে ভারতের প্রবৃদ্ধির হার হতে পারের ৬.৫% ।
প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে এডিবি জানিয়েছে, কর্ম সংস্থানে ভাটা ও গ্রামে শষ্য উৎপাদনের ফলে গ্রামাঞ্চলের মানুষের আয়ের পথ কমে যাওয়াকে বিশেষভাবে চিহ্নিত করেছেন তারা।
ভারতের আর্থিক বৃদ্ধি গত ৬ বছরের মধ্যে তলানিতে এসে ঠেকছে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন (GDP) বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশ। সরকারি পরিসংখ্যানে দেশের অর্থনীতির এই করুণ চিত্র সামনে এসেছে।
আনন্দবাজার/এফআইবি