ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব ইউক্রেনের শহরগুলিতে নতুন আক্রমণ শুরু করেছে রাশিয়া

রুশ বাহিনী বুধবার থেকে ফের পূর্ব ইউক্রেনের শহরগুলিতে আক্রমণ শুরু করেছে। তাদের ক্রমাগত মর্টার বোমাবর্ষণে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে ও বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা।

কিয়েভ বা ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ দখলে ব্যর্থ হওয়ার পরই রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশে হামলা জোরদার করে রাশিয়া।

ইউক্রেন নিয়ন্ত্রিত দনবাস পকেটের পূর্বতম অংশে সিভারস্কি দোনেৎস নদীর পূর্ব তীরের সিভিয়ারোদোনেৎস্ক শহর ও পশ্চিম তীরের লিসিচানস্ক এখন প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বাহিনী সেখানকার ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার জন্য তিন দিক থেকে অগ্রসর হচ্ছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানায়, রাশিয়ানরা বুধবার ভোর থেকে সিভিয়ারোদোনেৎস্কে আক্রমণ শুরু করে। এরপর থেকে সেখানে অনবরত মর্টাল শেল নিক্ষেপ করা হচ্ছে।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্হি গাইদাই জানান, সিভিয়ারোদোনেৎস্কে ছয় বেসামরিক লোক নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছে। আশ্রয়কেন্দ্রের কাছেই বেশিরভাগ বোমা বিস্ফোরিত হয়েছে। এই মুহুর্তে আর্টিলারির মাধ্যমে রুশ সেনারা সিভিয়ারোদোনেৎস্কে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা মঙ্গলবার দনবাসে রাশিয়ার নয়টি হামলা প্রতিহত করেছে। বিপরীতে মস্কোর সেনারা বিমান, রকেট লঞ্চার, কামান, ট্যাঙ্ক, মর্টার ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন