ঢাকা | শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ঈসমাইল হোসেন রানার (২৮) মৃত্যুর হয়েছে। নিহত রানা উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে থানার ওসি জালাল উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার দিবাগত রাত দেড় টায় বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় রানার মৃৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গত রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আব্দুল খালেকের বড় ছেলে কোরবান হোসেন ওরফে ইদন ও তার ছোট ছেলে ঈসমাইল হোসেন রানা মাছ চাষের জন্য তাদের পুুকুর পরিষ্কার করছিলেন। এসময় পুকুরের পানির উপরিভাগের নীল (শ্যাওলা) পরিষ্কার করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কোরবান তার ছোট ভাই রানার মাথায় লাঠির আঘাত করে। এতে রানা গুরুতর আহত হলে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা কারান। তবে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সোমবার দিবাগত রাত দেড় টায় মারা যায় রানা।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে যেহেতু বগুড়া হাসপাতালে মারা গেয়ে সেহেতু সেখানে ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুন