ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিনের ব্যবধানে হিলিতে রসুনের দাম দ্বিগুণ

১০ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ১০ দিন আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া রসুন বর্তমানে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন।

হিলির বাজারের একজন ক্রেতা বলেন, সবকিছুর দাম বাড়তি। কয়েকদিন আগে যে রসুন ৫০ টাকা কেজিতে কিনলাম, এখন তা ৯০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এভাবে জিনিসপত্রের দাম বাড়লে আমরা চলবো কীভাবে? আমাদের আয় বাড়ছে না। সংসারের ব্যয়ভার মেটানো কঠিন হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে পণ্য কেনার পরিমাণ কমিয়ে দিয়েছি। দামটা যদি নাগালের মধ্যে থাকে, তাহলে সুবিধা হয়।

একজন রসুন বিক্রেতা বলেন, সাধারণত নাটোরের রসুন দিয়ে এই অঞ্চলের মানুষের চাহিদা মেটে। কিন্তু এবার দিনাজপুরে ভালো ফলন হওয়ায় সেই রসুন দিয়েই চাহিদা মিটছে। আগে রসুন কাঁচা ছিল বলে দামও একটু কম ছিল। সরবরাহ স্বাভাবিক থাকলেও বর্তমানে রসুন শুকিয়ে গেছে। এ কারণে দাম বাড়ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ অহেতুক কোনও পণ্যের মূল্য বৃদ্ধি করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন